বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বিসিবি ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার ক্রিকেট দলের সকল কোচিং স্টাফদের আসার দিনখন টিক করে দিয়েছে বিসিবি(বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।মহামারি করোনার কারনে বাংলাদেশ ক্রিকেট টিমের অনেক গুলো সিরিজ বাতিল হয়েছে।করোনার ভয়ে বাংলাদেশ সফরে আসছেন না ওয়েস্ট ইন্ডিজ দলের অনেক সিনিয়র প্লেয়ার। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বাংলাদেশে আসার জন্য মাজারি মানের একটি দল ঘোষণা করেছে এবং সেটা নিয়ে বিসিবি মোটেই হালকা ভাবে নিচ্ছে না।উভয় সিরিজ জয়ের লক্ষ্যে বিসিবি সব রকম প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর কিছুদিন পর বাংলাদেশে আসেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লিগ পর্ব শেষ হওয়ার আগেই আবার নিজ দেশে ফিরে গিয়েছিলেন তিনি। তবে এবার আবার দেশে ফিরছেন ডমিঙ্গোাহ বাকি কোচরা।
আগামী শুক্রবার (৮ জানুয়ারি) বাংলাদেশে আসবেন ডমিঙ্গো, কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন ও পেস বোলিং কোচ ওটিস গিবসনসহ কোচিং স্টাফের বাকি সদস্যরা। তবে এই সিরিজে থাকছেন না স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। নিউজিল্যান্ডের বিপক্ষে তার হোম সিরিজের সময় দলের যোগ দিবেন এই কিউই কোচ।